দ্বাদশ জাতীয় সংসদের সর্বশেষ প্রস্তুতি জানাতে আজ শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ধারণ করা ভাষণটি সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।
গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার করেন সিইসি।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একে ২৮টি দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।