নির্বাচন সুষ্ঠু হবে আশা ওআইসির

| শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেছে ইসলামি সহযোগিতা সংস্থাওআইসির নির্বাচনি পর্যবেক্ষক দল। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন প্রত্যাশার কথা জানান ওআইসির প্রতিনিধি দলের সদস্য শাকের মাহমুদ বান্দার। ওআইসির ৫ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

বৈঠক শেষে শাকের মাহমুদ বান্দার বলেন, বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আশা করছি নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে। নির্বাচনের প্রস্তুতি কেমনসেটি জানতে আমরা এখানে এসেছি। খবর বিডিনিউজের।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ওআইসির প্রতিনিধি দল নির্বাচনী পরিবেশ কেমন, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ইত্যাদি বিষয় জনতে চেয়েছে। আমরা আমাদের প্রস্তুতিসহ সব বিষয় জানিয়েছি। তারা জানতে চেয়েছেন ভোটারদের কোনো শঙ্কা আছে কিনা। আমরা তাদের জানিয়েছি, তারা সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে বিকালে কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। সেই বৈঠকের বিষয়ে অতিরিক্ত সচিব বলেন, আমাদের নির্বাচনের সার্বিক ক্রিয়া, নির্বাচনের কার্যক্রম, নির্বাচনের চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ে তারা জানতে চেয়েছিলেন। ভোটারদের অংশগ্রহণ নিয়ে কোনো চ্যালেঞ্জ আমরা দেখছি কিনা, এই বিষয়ে জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, ভোটারদের মনে যেন কোনো ভীতি না থাকে, তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন, নিহত ৪
পরবর্তী নিবন্ধআজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি