উখিয়ার ৪–বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার রাতে মো. ফয়সাল (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে অপহরণের পর গুলি করে হত্যা ঘটনা ঘটে।
জানা যায়, ক্যাম্পের ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. ফয়সাল ওই ক্যাম্পের সি/২ ব্লকের মো. রফিকের ছেলে। তিনি ইউএনএইচসিআর’র অর্থায়নে ব্র্যাক এনজিও পরিচালিত বার্মিজ কারিকুলাম শিক্ষার মাস্টার ট্রেইনার ছিলেন।
রোহিঙ্গারা জানান, নিহত মাস্টার ফয়সাল ক্যাম্পে বিভিন্ন সন্ত্রাসি গ্রুপগুলোর অমানবিক আচরণের বিরুদ্ধে কবিতা লিখে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করে আসছিলেন। নিহত ফয়সাল নিজে রোহিঙ্গা শিশুদের জন্য ক্যাম্পে একটি বার্মিজ ও ইংলিশ স্কুল পরিচালনা করে আসছিলেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ফয়সালকে হত্যার হুমকি দিয়ে আসছিল একটি সশস্ত্র সন্ত্রাসি গ্রুপ। এ ব্যাপারে ফয়সাল জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর–এর নিকট নিরাপত্তা চেয়েছিল।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ৪ এঙটেনশনের রোহিঙ্গা ক্যাম্পের সি/২ ব্লকের ঘর হতে একদল সশস্ত্র সন্ত্রাসি মাস্টার ফয়সালকে মুখ বেঁধে অপহরণ করে ক্যাম্প–১৮ এর দিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ক্যাম্প–৪ এর ডি/৮ ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।