টিম আবুধাবীকে উড়িয়ে দিয়ে তৃতীয় জয় বাংলা টাইগার্সের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৫ ডিসেম্বর, ২০২৩ at ১২:১৮ পূর্বাহ্ণ

আবুধাবী টি-টেন লিগে টিম আবুধাবীকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় এবং টুর্নামেন্টে তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স।

সোমবার রাতে আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাটে বলে দারুণ নৈপুন্য দেখিয়েছে বাংলা টাইগার্স। ফলে জয়টাও এসেছে ৯ উইকেটে। বল হাতে স্যামস, ডেনিয়েল এবং হাওয়েল ঝড় তোলার পর ব্যাট হাতে প্রতিপক্ষের ব্যাটারদের কচু কাটা করেন জর্দান কক্স।

শেষ চারে যেতে হলে এই ম্যাচে রান রেটটা বাড়িয়ে নেওয়া দরকার ছিল বাংলা টাইগার্সের। সেটা তারা করতে পেরেছে। পতিপক্ষকে স্বল্প রানে বেধে ফেলার পর দ্রুত সে রান তুলে নিয়েছে টাইগার্সের ব্যাটাররা।

বিশেষ করে জর্দান কক্স ঝড় তুলেছেন ব্যাট হাতে। আর তাতেই আসে সহজ এই জয়। আর এই জয়ের ফলে ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে বাংলা টাইগার্স।

টসে হেরে ব্যাট করতে নামা টিম আবুধাবী শুরু থেকেই উইকেট হারাতে থাকে। প্রথম ওভারেই কাইল মায়ার্স এবং টম বেন্টনকে তুলে নেন ডেনিয়েল স্যামস। দলের রান তখন ৬।

এরপর প্রতি ওভারেই উইকেট হারাতে থাকে টিম আবুধাবী। ডেনিয়েল স্যামস এর পর শেনন গেব্রিয়েল এবং বেনি হাওয়েল মিলে একের পর এক উইকেট তুলে নিতে থাকে।

ফলে এক পর্যায়ে সর্বনিন্ম রানে অল আউট হওয়ার শংকা দেখা দেয় টিম আবুধাবীর সামনে। কিন্তু সাত নাম্বারে ব্যাট করতে নামা প্রিটোরিয়াস এবং ১১ নাম্বারে নামা রুম্মন রইস লজ্জার হাত থেকে রক্ষা করে টিম আবুধাবীকে।

এ দুজনই কেবল দুই অংকের ঘরে যেতে পেরেছে। প্রিটোরিয়াস ১৩ বলে ১৫ এবং রইস ৮ বলে ২০ রান করলে ৬৬ রানে অল আউট হয় টিম আবুধাবী।

বাংলা টাইগার্সের পক্ষে ১১ রানে ৩টি উইকেট নিয়েছেন ডেনিয়েল স্যামস। ২টি করে উইকেট নিয়েছেন শেনন গ্রেব্রিয়েল এবং বেনি হাওয়েল। ৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই আভিষ্কা ফার্নান্ডোকে হারায় বাংলা টাইগার্স।

তবে দ্বিতীয় উইকেটে জর্দান কক্স এবং কুশল মেন্ডিস মিলে মাত্র ২৯ বলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এ দুজন যোগ করেন ২৭ বলে ৬৬ রান। কক্স তার স্বভাব সুলভ ২৩ বলে ১০টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে অপরাজিত থাকেন। দর্শক হয়ে থাকা কুশল মেন্ডিস ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন ডেনিয়েল স্যামস।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা