আওয়ামী লীগে যোগ দিলেন সীতাকুণ্ড বিএনপি ও যুবদলের দুই নেতা

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ১২:০১ অপরাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়িতে ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এজাহার মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ সুমন অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন বলে জানা গেছে। সেই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবেন বলেও জানান তারা।

গতকাল রোববার রাতে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমদের বাসভবনে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধএমপি নদভীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী মিনহাজের সমর্থককে আটকে রাখার অভিযোগ