চান্দগাঁও থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ইমন হোসেন (২৫), রাকিব (২৫) ও জসিম উদ্দিন (২৫)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবীর আজাদীকে বলেন, ২৯ নভেম্বর রাত আড়াইটার দিকে বহদ্দারহাট মোড় থেকে মাহাবুবুল আলম ও তার ছেলে হাসান মাহাবুব সায়েম রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে মাহাবুবুল আলম প্রকৃতির ডাকে সাড়া দিতে বহদ্দারহাট পেপসির মুখে পেট্রোল পাম্পে যান। পরে তার ছেলের চিৎকার শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে এলে তার ছেলে জানায়, ৩/৪ জন ছিনতাইকারী ছোরার ভয় দেখিয়ে তার ল্যাপটপ, মোবাইল ফোন ও পকেটে থাকা তিন হাজার টাকা নিয়ে গেছে। মাহাবুবুল আলমের লিখিত অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় একটি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফর রহমান সোহেল রানা অভিযান চালিয়ে গতকাল বেলা পৌনে ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন শীতল ঝর্ণার খলিল শাহ মাজার সংলগ্ন দিদার কলোনির ১০ নং রুম থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেন।