ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ছুরি ও হাতুড়ি নিয়ে হামলায় একজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, শনিবার রাতে আইফেল টাওয়ারের কাছে কেহ দো গ্রেনেলায় পর্যটকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ঘটনায় ২৬ বছর বয়সী এক ফরাসি তরুণকে আটক করা হয়েছে। ওই ফরাসি তরুণ রাস্তায় এক পর্যটক জুটিকে আক্রমণ করে এবং তার ছুরিকাঘাতে এক জার্মান নাগরিকের প্রাণ যায়। এরপর পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে, কিন্তু তার আগেই সে হাতুড়ি দিয়ে আরও দুইজনকে আক্রমণ করে। খবর বিডিনিউজের।
আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন বলেন, হামলাকারী ওই তরুণ আল্লাহু আকবর ধ্বনি দিচ্ছিলেন। গ্রেপ্তার হওয়া পর পুলিশকে তিনি বলেছেন, আফগানিস্তান এবং ফিলিস্তিনে বহু মুসলমানের মৃত্যুতে তিনি হতাশ। হামলা পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তরুণকে। তখন থেকে তিনি ফরাসি পুলিশের নজরদারির তালিকায় ছিলেন।