দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এবার ‘মোবারকনামা’ ওয়েব সিরিজে আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় আট পর্বের সিরিজে মোবারক চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আগামী ২১ ডিসেম্বর সিরিজটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, দর্শক ওয়েব সিরিজে নতুন গল্প দেখতে চান। এটি তেমনই একটি গল্প। আমার চরিত্রটিও অসাধারণ। খুবই আন্ডারডগ ক্যারেক্টার, হেরে গিয়ে আবারো ঘুরে দাঁড়ায়। কাজটি দর্শকের পছন্দ হবে। পুরান ঢাকার গল্প নিয়ে এগিয়েছে ‘মোবারকনামা’ সিরিজের কাহিনি। পুরান ও নতুন ঢাকার বিভিন্ন স্থানে সিরিজটির দৃশ্যধারণের কাজ হয়েছে।