প্রেসিডেন্সি স্কুলের স্পোর্টস জোনে ১ম বার্ষিক তাঁবুবাস ও ৫ম দীক্ষা অনুষ্ঠান গত ১ ও ২ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাধ্যক্ষ (মিডল স্কুল) মুহাম্মদ জসিম উদ্দিন, উপাধ্যক্ষ (জুনিয়র স্কুল) ফিরোজ আহম্মদ, পরিচালক (আরসিডি) সৈয়দ মোহাম্মদ নুরুল কবির পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাঁবুবাসের উদ্বোধন করেন। উদ্বোধনের পর শুরু হয় অনুশীলন পর্ব। এর মধ্যে ছিল কাব ও স্কাউট আইন, প্রতিজ্ঞা, উদ্দেশ্য, চিহ্ন, সালাম, স্কাউট গেরো ইত্যাদি। ১ম দিনে অনুষ্ঠিত স্কাউট ওনে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদ সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন মাসুদুল আমিন খান, মো. গিয়াসউদ্দিন বাবর, মুহাম্মদ জসিম উদ্দিন। সমাপনী দিনে অনুষ্ঠিত হয় কাব কার্নিভাল ও দীক্ষা অনুষ্ঠান। ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের এল.টি ও ট্রেজারার সালেহ আহমেদ পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন ড. এম.এ গফুর, আশরাফুল হক খান স্বপন। অনুষ্ঠানে ২০ জন কাব ও ৫ জন স্কাউট দীক্ষা গ্রহণ করে। প্রধান অতিথি বলেন ‘স্কাউটরা একসময় দেশ পরিচালনা করবে। স্কাউট আন্দোলনের শপথ ও দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে তারা শুধু স্কুলেই নয় আজ থেকে বিশ্ব স্কাউট আন্দোলনের সাথেও যুক্ত হল। বিশেষ অতিথি আশরাফুল হক খান স্বপন বলেন, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় স্কাউটরা অবদান রাখতে পারে। আগামী দিনের দেশের কাজে এই স্কাউটরা আত্মনিয়োগ করবে। সবশেষে ক্যাম্প প্রধান ড. ইমাম হাসান রেজা সমাপনী বক্তব্যে শিক্ষার্থীরা স্কাউটে অংশগ্রহণ করে কীভাবে ব্যক্তিগত জীবনে সে শিক্ষা কাজে লাগাতে পারবে, সে বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।