কাপ্তাই জোনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৭:২৬ পূর্বাহ্ণ

শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন ৫৬ বেংগলের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। কাপ্তাই জোন বনাম স্থানীয় যুবকদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচের খেলা ৫৬ বেংগল মাঠে অনুষ্ঠিত হয়। ১৫ ওভারের খেলায় প্রথম সেশনে স্থানীয় যুবক ৬ উইকেটে ১৩৩ রান করে। সেনাবাহিনী ২ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই বিজয় নিশ্চিত করে। ৫৬ বেংগলের অধিনায়ক লেঃ কর্নেল নূর উল্লাহ জুয়েল বিজয়ী দলের ক্যাপ্টেন ছিলেন। প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থাকার পাশাপাশি তিনি নিজেও খেলায় অংশ নেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. শফিকুল ইসলাম এবং মো. মনি। অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ২৬ বেংগলের উপঅধিনায়ক মেজর মো. খায়রুল আমীন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সিবিএ প্রতিনিধি মো. মোশাররফ হোসেন এবং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার সমির দাশ। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ৫৬ বেংগলের উপঅধিনায়ক মেজর মো. খায়রুল আমীন।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবলের ফাইনালে কাজল একাডেমি, শোভনীয়া
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ জাম্বুরী মাঠকে খেলার মাঠে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় সভা