আ. লীগের প্রার্থী সালাহ উদ্দিনসহ ৫ জনের মনোনয়ন বাতিল

কক্সবাজার- ১ আসন কক্সবাজার- ২ আসনে বাতিল একজনের

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে কক্সবাজার(চকরিয়া ও পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপিসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া কক্সবাজার(মহেশখালী ও কুতুবদিয়া) আসনে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

গতকাল রোববার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে কক্সবাজার১ এবং ২ আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রম শুরু হয়। যাচাইবাছাইয়ের প্রথম দিন কক্সবাজার১ আসনে সালাহউদ্দিন আহমেদ সিআইপির মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগে বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তিনি ছাড়াও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা আরও ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয় অসম্পূর্ণ তথ্য প্রদানসহ নানা অসঙ্গতির অভিযোগে। তারা হলেনসাবেক আওয়ামী লীগ নেতা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, শফিকুল ইসলাম, কমর উদ্দীন ও শাহ নেওয়াজ চৌধুরী স্বপন মিয়া। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য জাফর আলমসহ ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যার মধ্যে জাফর আলমসহ ৮জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীদের মধ্যে আরো রয়েছেন, এমপি জাফরের ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এএইচ সালাহউদ্দিন মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব🙂 সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, একই দলের মহাসচিব আব্দুল আওয়াল মামুন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য হাজী বশিরুল আলম, জাতীয় পার্টির (জাপা) হোসনে আরা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন।

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে কক্সবাজার(চকরিয়া ও পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপি আজাদীকে বলেন, যে ঋণ অনাদায়ে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র বাতিল করেছেন, তা আদালত থেকে আমাকে দায়মুক্তি দেওয়া হয়েছে। ফলে আমি ঋণখেলাপি নই। মনোনয়ন পত্র বাতিল আদেশের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল করবেন বলে জানান।

অপরদিকে কক্সবাজার(মহেশখালী ও কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ও একজনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত করা মনোনয়নপত্রটি মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগ করা শরীফ বাদশার। এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ, ন্যাশনাল পিপলস পার্টিএনপিপির মাহাবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুস ও বাংলাদেশ সুপ্রিম পার্টিবিএসপির মোহাম্মদ খাইরুল আমিন।

কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজার ১ আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ও ৮ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তিনি জানান, কক্সবাজার২ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শরীফ বাদশা নামের একজনের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার (আজ) কক্সবাজার৩ ও ৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে। গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন কক্সবাজারের চারটি আসনে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে কক্সবাজার ১ আসনে ১৩ জন, ২ আসনে ৭ জন, ৩ আসনে ৬ জন এবং ৪ আসনে ৯ জন।

পূর্ববর্তী নিবন্ধআপিল করার কথা বলেছেন যারা
পরবর্তী নিবন্ধচাচা নজিবুল বশরের সঙ্গে লড়ছেন ভাতিজা সাইফুদ্দীন