খাগড়াছড়িতে আগুনে গুদামসহ ১২টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ১১:১৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে আগুনে পুড়েছে ১২ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান। ভোররাত পৌনে ৪ টার দিকে পৌর শহরের শহীদ কাদের সড়ক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে একদম পুড়ে ছাঁই হয়ে গেছে সবক’টি দোকান। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঠের দোকান, আসবাবপত্র, ডেকোরেশন, পাইপ ফিটিংসের দোকান, সিমেন্ট ও সারের গুদাম, চিরানো কাঠ ও ফার্ণিচার কারখানা রয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি বলে ধারণা করছেন স্থানীয়রা। আগুনের সূত্রপাত নিয়ে এখনো স্পষ্টভাবে কিছুই জানাতে পারেনি ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৪ টার দিকে আগুন লাগার খবর পান তারা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি। তদন্ত করে বিষয়টি জানানোর কথা বলেছেন সাব স্টেশন অফিসার সাইদুর রহমান খান।

পূর্ববর্তী নিবন্ধহরতালের নামে অপকর্ম ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াসের মনোনয়নপত্র বাতিল