গানে কথামালায় পান্না কায়সারকে স্মরণ

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৪৯ পূর্বাহ্ণ

গান ও কথামালায় খেলাঘর সভাপতি শহীদজায়া অধ্যাপিকা পান্না কায়সারকে স্মরণ করল সীতাকুণ্ড মেঘমল্লার খেলাঘর আসর। গতকাল এভারগ্রিন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদার।

আসরের সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন আসরের সহসভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী বিটু, অমর শীল, মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিল, রঞ্জন দাস, সমিরন ভট্টাচার্য, প্রসেনজিৎ নাথ উজ্জ্বল, প্রকাশ পাল, অভিজিৎ শ্যাম জ্যাকি, সুমন দাশ, লিটন চৌধুরী, বাধন দাশ মুন্না, কিশোর চৌধুরী, সন্তোষ কুমার নাথ, সুজিত দাশ, প্রদীপ চক্রবর্তী, কানু লাল দে প্রমুখ।

আসরের শিশুকিশোররা ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ ও ‘তুমি রবে নীরবে অন্তর মম’ গান পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু বিষয়ে আলিয়ঁস ফ্রঁসেজের গোলটেবিল আলোচনা ৫ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধআবদুল করিম সাহিত্য বিশারদ সড়কের কার্পেটিং কাজ উদ্বোধন