পটিয়া পৌরসভার পিপিআইডিপি প্রকল্পের আওতায় আবদুর করিম সাহিত্য বিশারদ সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. আইয়ুব বাবুল। তিনি বলেন, আবদুল করিম সাহিত্য বিশারদ সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক ছাড়াও পৌরসভার আওতায় সেসব সড়কগুলো রয়েছে সেসব সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ–সভাপতি মো. সৈয়দ চেয়ারম্যান, আব্বাস আহমেদ সিদ্দিকী, দেবশ্রী চক্রবর্তী, শফিকুল ইসলাম শফি, সনজীব কুমার দাশ, গফফারুল বশর মনু,রাজিব সিংহ, ঝুলন দাশ, সাইফুউদ্দীন বিপু, নজরুল ইসলাম, রিপন দাশ, জয় দাশ প্রমুখ।












