বাঁচলেন না দগ্ধ সহকারী

খাগড়াছড়িতে গাড়িতে দুর্বৃত্তের আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বিএনপির অবরোধ চলাকালে খাগড়াছড়ির গুইমারায় গত ২৭ নভেম্বর সোমবার দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ ট্রাকের সহকারী বেলাল হোসেন ঢাকায় মারা গেছেন। গতকাল শনিবার বেলা ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন স্বজনরা। বেলাল মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকার মৃত জাহিদুল হকের ছেলে। তার ১০ মাসের এক সন্তানসহ চার ছেলে ও ৩ মেয়ে রয়েছে। আগুনে পুড়ে যাওয়া সেই ট্রাকের চালক ইসহাক মিয়া জানান, সোমবার রাতে চট্টগ্রামের দেওয়ানহাট খাদ্য গুদাম থেকে চাল নিয়ে আসার পথে রাত সাড়ে ৩টার দিকে গুইমারার হাফছড়ি এলাকায় ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আগুনে আমার সহকারী বেলাল দগ্ধ হয়। এতে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আজকে সে মারা গেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর বলেন, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় ট্রাক চালক ইসহাক মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় এখন পর্যন্ত ৬ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা হাজতে আছেন। বেলালের মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বিদেশি পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই