বিজয় কাপ হকি টুর্নামেন্ট শুরু

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৩৮ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত ৯ম বিজয় কাপ হকি টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার দ্বিতীয় দিনে নাসিরাবাদ ইয়ংসের সাথে ৩৩ গোলে ড্র করে কোতোয়ালী কিংস। কোতোয়ালীর পক্ষে অন্বেষ,রাজিব ও প্রীতম ১ টি করে গোল করেন। অপরদিকে নাসিরাবাদের পক্ষে সজ্জাদ ২টি ও অভয় ১টি গোল করে খেলায় সমতা আনে। গতকাল ম্যাচের সেরা খেলোয়াড় মোহাম্মদ সাজ্জাদকে ক্রেস্ট প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলার সাবেক হকি খেলোয়াড় মনজুরুল আলম মন্‌জু। এদিকে আগের দিন উদ্বোধনী ম্যাচে পদাতিক ক্লাব ৬৩ গোলের বড় ব্যবধানে কেপিডিএল স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের অর্পণ ৩টি, রোহান ২টি এবং সিদ্ধার্থ ১টি গোল করে পদাতিক ক্লাবের পক্ষে। অপরদিকে কেপিডিএল এর পক্ষে ইমাজ ২টি এবং ইমন ১টি গোল পরিশোধ করে। ম্যাচের সেরা খেলোয়াড় রকি দাসকে ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আনিসুল আলম।

এর পূর্বে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা ও চীফ কোচ মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আনিসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস হকি সম্পাদক লুৎফুল করিম সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন হকি কেন্দ্র পরিচালনা বোর্ডের সদস্য হক মামুন, মোসফেকুর রহমান আরমান, মোহাম্মদ ইমরান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে আহিয়ান স্পোর্টস এরেনার উদ্বোধন
পরবর্তী নিবন্ধএমেচার ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে নাইনটিজ উইলো এবং লিজেন্ড ক্রিকেট