কেরালা উৎসবে চঞ্চল চৌধুরীর সিনেমা

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

বাংলা সিনেমার কিংবদন্তি মৃণাল সেনকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমার নাম ‘পদাতিক’। যেখানে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গেল নভেম্বর এটি লন্ডনইন্ডিয়া চলচ্চিত্র উৎসবেপ্রথমবারের মতো প্রদর্শিত হয়। এবার ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘পদাতিক’। খবর বাংলানিউজের।

উৎসবের ইন্ডিয়া সিনেমা নাউ বিভাগে ভারতের বিভিন্ন রাজ্যের আলোচিত সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে এটি। ৮ দিনব্যাপী উৎসব শুরু হবে ৮ ডিসেম্বর, শেষ হবে ১৫ তারিখ। উৎসবের আয়োজক ভারতের কেরালা রাজ্য সরকার। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পৃথিবী ছেড়ে বিদায় নেন কিংবদন্তি মৃণাল সেন। ২০২২এর ৩০ ডিসেম্বর তার মৃত্যুার্ষিকীতে মৃণাল সেনের বায়োপিকের কথা ঘোষণা দেন পরিচালক সৃজিত মুখার্জি।

চলতি বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতেই এটির কাজ শেষ করেন সৃজিত। বায়োপিকে মৃণাল চঞ্চল ও স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

পূর্ববর্তী নিবন্ধফারুকীকে তারিক আনামের পরামর্শ : অভিনেতা হয়ো না…
পরবর্তী নিবন্ধজাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে নতুন কর্মসূচি