মাদরাসায় যাওয়ার পথে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৬:৫৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আরিফা জান্নাত () নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফা ওই এলাকার মোহাম্মদ ইমাম হোসেনের কন্যা। সে স্থানীয় খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয় মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী রিনা আক্তার আখি।

প্রত্যক্ষদর্শী ও মাদরাসা কর্তৃপক্ষ জানায়, গতকাল সকালে আরিফা একটি সিএনজি টেক্সি করে মাদরাসায় যাচ্ছিল। এ সময় খেয়ারহাট বেড়িবাঁধ এলাকায় একটি দ্রুতগামী পিকআপ টেক্সিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় শিশু আরিফা জান্নাত।

খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ৬ শিক্ষার্থী টেক্সিযোগে আরবি পরীক্ষা দিতে মাদরাসায় আসছিলো। এ সময় একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু শ্রেণির আরিফা জান্নাত নিহত হয়। এছাড়া প্রথম শ্রেণির আরেক শিক্ষার্থী রিনা আক্তার আখি () গুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরাগ ভাইস চেয়ারম্যান,আসলাম সেক্রেটারি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ব্যাটারি রিকশার ধাক্কায় শিশুর মৃত্যু