ঢাকা, গাজীপুর, কক্সবাজারের ১০ স্থানে রুহেলের জমি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(মীরসরাই) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহবুব উর রহমান রুহেল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এই সন্তানের শিক্ষাগত যোগ্যতা এমবিএ, পেশায় ব্যবসায়ী। ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের ১০টি স্থানে জমি আছে এই প্রার্থীর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেয়া হলফনামায় তিনি এমন তথ্য উল্লেখ করেছেন।

হলফনামায় মাহবুব উর রহমান উল্লেখ করেন, এই প্রার্থীর বাৎসরিক নিজের আয়ের মধ্যে বাড়ি/এপার্টমেন্ট থেকে এক লাখ ৭১ হাজার টাকা, নিজের পেশা ব্যবসা উল্লেখ করলেও ব্যবসায়ী হিসেবে তার বাৎসরিক কোনো আয় নেই। তবে এ খাতে নির্ভরশীলদের আয় ২০ লাখ টাকা। শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত আছে নিজের, সেখান থেকে আয় এক লাখ ৪৫ হাজার ২০৫ টাকা। চাকরি থেকে প্রার্থীর নির্ভরশীলদের আয় ১৩ লাখ ৫০ হাজার টাকা, অন্যান্য খাতে নিজের আয় ৯৩ লাখ ৯৬ হাজার ৩৩২ টাকা। স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে কৃষি জমি গাজীপুরে ৩০ লাখ টাকা দামের ৬৬ শতক জমি এবং কক্সবাজারের ঈদগাঁওয়ে ৮৫ লাখ ৮৩ হাজার টাকা দামের ৭ একর জমি আছে। অকৃষি জমির মধ্যে টেকনাফের সেন্টমার্টিন মৌজায় চার লাখ ৫৯ হাজার ৬০০ টাকা দামের ২৪২ শতক, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৩৮ লাখ ১৪ হাজার ৪৭৩ টাকা মূল্যের ১০ কাঠা জমি, ঢাকার রাজউক পূর্বাচল প্রকল্পে ১৮ লাখ ৫০ হাজার টাকার মূল্যের ১০ কাঠা জমি, গাজীপুরে ৭ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৩৫ শতক ও একই এলাকায় ৩৫ শতক জমির মূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা। বাণিজ্যিক দালান হিসেবে বসুন্ধরা বাণিজ্যিক এলাকায় ২০ লাখ টাকা দামের একটি দালান, বাড়ি/এপার্টমেন্ট ২১৩৫ বর্গফুটের ওই ভবনের আর্থিক মূল্য ৪১ লাখ ১৩ হাজার টাকা, গুলশান আবাসিকে পাঁচ হাজার ৯০ ফুটের আরো একটি থাকা জায়গার আর্থিক মূল্য সাত কোটি ৫০ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে এক কোটি ৪০ লাখ ৪০ হাজার ৩৩৩ টাকা, স্ত্রীর নামে ২৭ লাখ সাত হাজার ৩০০ টাকা, নির্ভরশীলদের নামে ১৫ লাখ ৩৫ হাজার টাকা, বৈদেশিক মুদ্রা আছে ১৭ হাজার ১৭১ ডলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ৫১ লাখ ৭ হাজার ৭৩৯ টাকা, বন্ডঋণপত্রস্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার পাঁচ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৩৫৫ টাকা, স্ত্রীর নামে তিন কোটি ছয় লাখ ৮ হাজার ৪০০ টাকা, নির্ভরশীলদের নামে ৫০ লাখ ৬০ হাজার ১৬০ টাকা। পোস্টাল সেভিংস আছে স্ত্রীর নামে ৪৭ লাখ ৪৫ হাজার ৮৪০ টাকা, ১০ লাখ টাকা দামের একটি গাড়ি আছে। স্বর্ণ নিজের নামে দুই লাখ টাকা, স্ত্রীর নামে চার লাখ টাকা, নির্ভরশীলদের নামে ৯ লাখ ৭৫ হাজার টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী নিজ নামে তিন লাখ, স্ত্রীর নামে এক লাখ ও নির্ভরশীলদের নামে পাঁচ লাখ টাকা, আসবাবপত্র নিজ নাম তিন লাখ, স্ত্রীর নামে এক লাখ ও নির্ভরশীলদের নামে পাঁচ লাখ টাকার সম্পদ আছে।

পূর্ববর্তী নিবন্ধগিয়াস ও স্ত্রীর সম্পদ প্রায় সমানে সমান
পরবর্তী নিবন্ধমুজিবের নগদ আছে ৯৪ হাজার ২ টাকা