সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তের গুলি

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা উদ্ধার করেছে। গত শুক্রবার রাতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগরের মোসলেম উদ্দিনের বাড়ি এলাকার মোহাম্মদ রিয়াজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আবুল খাইরের পুত্র।

মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, গত ২৮ নভেম্বর বিকালে স্থানীয় কয়েকজন যুবক আমাকে প্রকাশ্যে মারধরের হুমকি দেয়। এ ঘটনায় পরের দিন আমি একটি সাধারণ ডায়েরি দায়ের করি। শুক্রবার রাতে আমি বাড়িতে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তারা আমার বাড়িতে এসে প্রথমে গালিগালাজ করে। এক পর্যায়ে বাড়ির তিন দিক থেকে গুলি করতে শুরু করে। তারা বাড়ির জানালা, সীমানা প্রাচীর ও গেইটে গুলি ছুঁড়েছে। গুলিতে বাড়ির তিনটি জানালার কাচ ভেঙে গেছে। সীমানা প্রচারী ও গেইটে বেশ কয়েকটি গুলি লেগেছে।

তিনি বলেন, প্রথমে আমার কক্ষের জানালায় গুলি ছুঁড়েছে। এতে বুঝা যাচ্ছে তারা আমাকে হত্যার উদ্দ্যেশে গুলি করেছে। ভাগ্য ভাল ছিল প্রথম গুলির শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায় এবং আমি বিছানা থেকে সরে যাই। কারা গুলি করতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে সরাসরি চিনতে পারিনি। তবে ধারণা করছি যারা আমাকে কয়েকদিন আগে হুমকি দিয়েছিল তারাই গুলি করেছে। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী জানান, পশ্চিম ঢেমশার ইছামতি আলীনগর এলাকায় একটি বাড়িতে গুলি ছোঁড়ার খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাড়ির জানালার কাচ, সীমানা প্রাচীর ও গেইটে গুলির চিহ্ন পাওয়া গেছে। জানালার তিনটি কাচ অংশ বিশেষ ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিকরা জানিয়েছেনতারা কাউকে চিনতে পারেনি। এ ঘটনায় এখনো কেউ কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসমর্থকদের হুমকির অভিযোগ, দুই থানায় নদভীর বিরুদ্ধে মোতালেবের জিডি
পরবর্তী নিবন্ধপুলিশ সেজে প্রতারণার ছক আঁকে সাগর