ঢাকায় কোটি টাকার প্লট-ফ্ল্যাট আছে মাহফুজুর রহমানের

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(সন্দ্বীপ) আসনে প্রার্থী মাহফুজুর রহমান পৈত্রিক সূত্রে পেয়েছেন ১১ লাখ টাকার ৫ একর ৩০ শতক কৃষি জমি। আর ৫ লাখ টাকা মূল্যের একটি বাড়ি মালিক তিনি। সব মিলিয়ে নিজ নামে প্রায় ৩৯ লাখ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। তবে তার স্ত্রীর নামের রয়েছে প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকার স্থাবর সম্পত্তি। এর মধ্যে ঢাকায় প্রায় ২ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের ২টি ফ্ল্যাট। ঢাকার উত্তরায় ৪০ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১টি প্লট। নিজ নামে ও স্ত্রীর নামের ঢাকায় রয়েছে কোটির টাকার প্লট ও ফ্ল্যাট। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন তিনি। ঢাকার পূর্বাচলে তার নামে ২টি প্লট রয়েছে। এর একটি ৬কাঠা ৭ ছটকা ও অপরটি ৩ কাঠা। যার আর্থিক মূল্য ২৩ লাখ টাকা। এছাড়া যৌথ মালিকানায় ঢাকার মতিঝিলে ৫ কাঠা জমির উপর নির্মিত বিল্ডিংয়ের ৫ভাগের ২ অংশে মালিকানা রয়েছে তার। অস্থাবর সম্পত্তির তালিকায় ব্যবসার মূলধনসহ তার নিজ নামে নগদ টাকা রয়েছে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা। স্ত্রীর রয়েছে ৮৪ লাখ ৬৩ হাজার টাকা। ব্যাংকে জমা আছে ৩২ লাখ ২৭ হাজার টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ খাতে ৪ কোটি ৯৯ লাখ ৭২ হাজার টাকা রয়েছে নিজ নামে। এই খাতে তার স্ত্রীরও রয়েছে ১ কোটি ৯৯ লাখ ২১ হাজার টাকা। এছাড়া গাড়ি রয়েছে ৮৯ লাখ ৯৭ হাজার টাকার ও স্ত্রীর রয়েছে ১ কোটি ৯লাখ ৩০হাজার টাকা মূল্যের। নামমাত্র ৮হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার রয়েছে তার। তিনি ও তার স্ত্রীর সাড়ে ৪লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং রয়েছে সাড়ে ৪ লাখ টাকার আসবাবপত্র। অন্যান্য খাতে (ঋণ প্রদান, জমিতে অগ্রিম ও শটগান) নিজ নামে ১ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকা এবং স্ত্রীর রয়েছে ৮২ হাজার টাকা। তিনি একাদশ জাতীয় নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে নৌকা প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন এমপি দিদার
পরবর্তী নিবন্ধনজরুল ইসলাম চৌধুরীর ব্যাংক ঋণ ৫৩ লাখ ৪২ হাজার ৯৬১ টাকা