চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন পদত্যাগকৃত উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। এইচএসসি পাস এই প্রার্থীর পেশা ব্যবসা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তৈয়বের আছে ছয় লক্ষ ৫৫ হাজার ৩১০ টাকার সম্পদ। ব্যবসা ছাড়া অন্য কোনো খাতে আয় নেই। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় এমন তথ্য পাওয়া যায়। জমা দেয়া হলফনামায় তৈয়ব উল্লেখ করেন, বিভিন্ন সময়ে রাজনীতি করতে গিয়ে ১৫টি মামলায় অভিযুক্ত হন এই প্রার্থী। বর্তমানে সবকটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ব্যবসা ছাড়া তাঁর বাৎসরিক অন্য কোনো উৎসে আয় নেই।
ব্যবসা থেকে তাঁর বাৎসরিক আয় চার লাখ ১৯ হাজার ৭২৮ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ টাকা আছে ৮৫ হাজার ৩১০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমাকৃত অর্থের পরিমাণ ২০ হাজার টাকা। বিবাহকালীন উপহারস্বরূপ স্বর্ণ পেয়েছেন ২৫ ভরি। সবমিলিয়ে দুই লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রিক সামগ্রী ও আসবাবপত্র আছে। স্থাবর সম্পদ যৌথ মালিকানায় এক লক্ষ টাকার কৃষি জমি, দুই লক্ষ টাকা অকৃষি জমি আছে এই প্রার্থীর।