চকরিয়ায় ৮ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতরে করে ইয়াবা পাচারের সময় ৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. ওসমান (৪৩) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের ডুলাহাজারা রিংভং এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বসিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. ওসমান মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মো. ইছহাকের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান জানায়, ১০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে ৮হাজার পিস ইয়াবা মহেশখালী পৌঁছে দেয়া হচ্ছে। মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভিতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার মো. ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ইয়াবা ব্যবসার সাথে কারা জড়িত খুঁজে বের করা হবে। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ইয়াবা পাচার কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি থানায় জব্দ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমা ব্যস্ত দুপুরের রান্নায়, পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধস্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন সীতাকুণ্ডের এমপি দিদার