চট্টগ্রাম ফটিকছড়ির সড়কে একের পর এক ঝরছে তাজা প্রাণ। শুক্রবার (১ডিসেম্বর) সকালে ফটিকছড়ি পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের জামাল কোরআন মাদ্রাসা গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো: হাসেম (৬০) ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের চরপাড়া গুরুমিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- চট্টগ্রাম থেকে আসা মালবাহী একটি পিকাপ পথচারী হাসেমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা গাড়িটি আটক করে।
সর্বশেষ পরিবার এবং স্থানীয়রা লাশ বিনা তদন্ত ছাড়া নেয়ার চেষ্টা করছে।
এ ব্যাপারে বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন বলেন- হাটহাজারী-ফটিকছড়ি-হাটহাজারী রোডটা করার কারণে মানুষের সুবিধা হয়নাই। ডিভাইডার না থাকার কারণে একের পর এক লাশ ঝরছে এ সড়কে।
ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন বলেন- এ সড়কে অহরহ দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। সড়কটিতে ডিভাইডার করার জন্য আমরা একাধিকবার উপর মহলে প্রস্তাব দিয়েছি।