পাইওনিয়ার ফুটবল লিগের সেমিতে আবুরখীল ও কাজল একাডেমি

| শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের সেমিফাইনালে উঠেছে আবুরখীল খেলোয়াড় সমিতি এবং কাজল ফুটবল একাডেমি। গতকাল বৃহস্পতিবার দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ৩য় কোয়ার্টার ফাইনাল খেলায় আবুরখীল খেলোয়াড় সমিতি টাইব্রেকারে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি () গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে আবুরখীল খেলোয়াড় সমিতি ৫৪ গোলে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে। ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় কাজল ফুটবল একাডেমি ১০ গোলে হাটহাজারী স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলটি করেন মো. নাঈম উদ্দিন। প্রথম খেলার পূর্বে দুইদলের সাথে পরিচিত হন ক্রিকেট কমিটির সম্পাদক ও ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদ আহাম্মদ। দ্বিতীয় খেলা শুরুর পূর্বে দুইদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন সংস্থার যুগ্ম সম্পাদক ও ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান ইবাদুল হক লুুলু। এই সময় উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান রাকিব মাহমুদ, কমিটির সম্পাদক মাহবুব উল আলম মুকুল, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ মারুফ, সদস্য দেবাশীব বড়ুয়া দেবু, আব্দুল গফুর পন্টি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ওয়াগ্‌গা মৌজার জয়
পরবর্তী নিবন্ধমেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ আজ সিঙ্গাপুর