রিয়াজউদ্দিন বাজারে আমার বৈঠক নিয়ে নোংরা রাজনীতি করছে নদভী

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা শেষে এম এ মোতালেব

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব বলেছেন, রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন বণিক সমিতিতে বেশির ভাগ ব্যবসায়ী সাতকানিয়া লোহাগাড়ার। তারা আমার নির্বাচনী এলাকার ভোটার। আমি যেহেতু মনোনয়নপত্র জমা দেব সেই বিষয়ে তাদের সকলের অনুমতি দরকার আছে। আমি সেখানে ১৯৮৮ সালে সন্ত্রাস বিরোধী কমিটি করেছিলাম। এখনো সেই কমিটির উপকারভোগী সাতকানিয়ালোহাগাড়াবাসী। আমি সেখানে না গিয়ে আর কোথায় যাব? উনারা ভোটার। আমার উনাদের অনুমতি দরকার আছে। বণিক সমিতি আমি প্রতিষ্ঠা করেছি। আজকে পর্যন্ত আমি ওই সমিতির উপদেষ্টা। তাদের কাছে যাওয়াটা অপরাধ নয়। যারা বলেছে তারা মিথ্যা তথ্য দিয়ে অযৌক্তিকভাবে কথা বলেছে। আমি এসব ঘৃণা করি। বণিক সমিতির সাথে আমার বৈঠক নিয়ে নদভী নোংরা রাজনীতি করছে। আমি কখনো নোংরা রাজনীতি করি না। গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের নিকট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি বণিক সমিতিতে বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির অভিযোগের বিষয়ে এক প্রশ্নর জবাবে তিনি এসব কথা বলেন।

এম এ মোতালেব আরো বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুবাধে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার উপর সকল স্তরের নেতাকর্মীদের বিশ্বাস তৈরি হয়েছে। ফলে সমাজের সব কর্ণার থেকে নির্বাচন করার জন্য প্রস্তাব আসে ও চাপ তৈরি হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। সাতকানিয়ালোহাগাড়ার মানুষ আমাকে ভালোবাসেন। ফলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হবো।

পূর্ববর্তী নিবন্ধবোরবার থেকে ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির
পরবর্তী নিবন্ধপিতৃত্বের স্বীকৃতি আদায়ে বদির আসনে লড়বেন ইসহাক