সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক যুবকের (৩০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ভাটিয়ারী ক্যান্টনমেন্ট গেট সংলগ্ন এলাকার রেল লাইনের উপর এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ফৌজদারহাট জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, এদিন সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ভাটিয়ারী ক্যান্টনমেন্টের উত্তর পাশে রেল লাইন অতিক্রম করছিল।
এ সময় অজ্ঞাত যুবকটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।