মাটিরাঙায় যানবাহন ভাঙচুরের ঘটনায় ৮ বিএনপির কর্মী গ্রেফতার

খাগড়াছড়ি প্রতনিধি | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ৯:২০ অপরাহ্ণ

বিএনপির অবরোধ চলাকালে বুধবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙায় যানবাহন ভাঙচুরের ঘটনায় ৮ বিএনপির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে মাটিরাঙার বিভিন্ন স্থান তাদেরকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন -মো. শরীফ হোসেন, রমজান আলী, মো. সাদ্দাম হোসেন, শিহাব উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. মোস্তফা কামাল, মো. হানিফুল ইসলাম ও মো. মনির হোসেন।

মাটিরাঙা থানার ওসি কৃষ্ণ কমল ধর জানান, অবরোধ চলাকালে বুধবার রাতে উপজেলার যৌথখামার এলাকায় অতর্কিত হামলা করে যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এতে এক যাত্রী আহত হয়। ঘটনার পর থেকে অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করা হয়।

আটককৃতরা সবাই বিএনপির কর্মী। আটককৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করছে বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসকল উশৃংখলতার জবাব ব্যালটের মাধ্যমে দেওয়া হবে : এম এ মোতালেব
পরবর্তী নিবন্ধকক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর