ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, গতকাল বুধবার তার অনুসারীদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সময় এ আহ্বান জানান তিনি। খবর বাংলানিউজের।
তিনি বলেন, আমি আশা করি গাজায় যুদ্ধবিরতি অব্যাহত থাকা প্রয়োজন। এতে দুই পক্ষের হাতে থাকা সব জিম্মি মুক্তি পাবে। গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশ করতে পারে।
এ সময় বিশ্বের সবাইকে ফিলিস্তিনে ও ইসরায়েলের গুরুতর পরিস্থিতির জন্য প্রার্থনা করারও আহ্বান জানান পোপ। তিনি বলেন, শান্তি, দয়া করে শান্তি প্রয়োজন।
গাজায় দুই পক্ষের যুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলগুলোয় শান্তির আহ্বান জানিয়ে আসছিলেন পোপ। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর তিনি এ পদক্ষেপকে স্বাগত জানান।
এদিকে স্বাস্থ্যগত কারণে সংযুক্ত আরব আমিরাতের সফর বাতিল করেছেন পোপ ফ্রান্সিস। যে কারণে তার জাতিসংঘের জলবায়ু শীর্ষক সম্মেলন কপ–২৮ এ যোগ দেওয়া হবে না।