ড. আবু ইউসুফ আলম নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে ড. আবু ইউসুফ আলমের ১৩ তম মৃত্যুবাষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, অধ্যাপক ড. আবু ইউসুফ আলম ছিলেন একজন প্রকৃত দেশ প্রেমিক। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর ছিলেন তিনি। তিনি নতুন সমাজ বিনির্মাণে আজীবন শিক্ষকতার মত মহৎ পেশা বেছে নিয়েছিলেন। চবিকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে আমৃত্যু কাজ করে গেছেন সাবেক উপাচার্য আবু ইউসুফ আলম।
মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়বের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ রাশেদ, প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, প্রফেসর ড. আহসান উল্লাহ, কাজল কান্তি দাশ, মোহাম্মদ ইদ্রিস, মো. জামিল, মহিউদ্দিন হায়দার, রমিজ উদ্দিন আহমদ, অধ্যাপক তৌহিদুল ইসলাম, অধ্যাপক মিশকাতুল মুমু, কিরণ লালা আচার্য,মনোরঞ্জন বিশ্বাস, এম নুরুল হুদা, শামসুল হুদা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।