রাউজান পৌর এলাকার পূর্ব রাউজান জলিল শাহ্ ব্রিকস নামে একটি ইটভাটাকে ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা করেছে।
গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (জেএম শাখা ও ভিপি শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম এন জামিউল হিকমা ও উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম ইটভাটা পরিচালনার পক্ষে বৈধ কাগজপত্র না পেয়ে ভাটা মালিককে অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে থাকা রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেছেন, পরিবেশ দুষণ ও লাইসেন্স না থাকায় ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায়ও অভিযান পরিচালনা করা হবে।