রাউজান নোয়াপাড়া পথেরহাটের হাজী সুলতান মার্কেটে গত ২৬ নভেম্বর রাতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ইলেকট্রিশিয়ান মোহাম্মদ বাপ্পি (৩০) মারা গেছেন। গতকাল বুধবার সকালে শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছে।
জানা যায়, সুলতান মার্কেটটি নির্মাণ করা হয়েছে ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইন ঘেঁষে। রোববার সন্ধ্যার পর মার্কেটের তিন তলায় কাজ করছিলেন বাপ্পি। এ সময় মার্কেটের কার্নিশের সাথে থাকা বিদ্যুৎ লাইনে বাপ্পি বিদ্যুৎস্পৃষ্ট হয়। শরীর ঝলসে গিয়ে ছিঁটকে পড়েন দ্বিতীয় তলায়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন হাসপাতালে নিয়ে গেলে গতকাল বুধবার সেখানেই তিনি মারা যান। ঘটনার কথা স্বীকার করেছেন মার্কেটের মালিক মোহাম্মদ আয়ুব।
তার স্বজনরা জানান, নিহত বাপ্পি ঢাকার মোহাম্মদ রানার পুত্র। তিনি মায়ের সাথে থাকতেন রাউজান নোয়াপাড়া ইউনিয়নের মুন্দারবাড়ির নানার বাড়িতে।