বীর মুক্তিযোদ্ধা দীপেশ চৌধুরী দীর্ঘদিন রোগভোগের পর গত ২৮ নভেম্বর রাত ১০ টা ২৮ মিনিটে স্থানীয় একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন। পটিয়া উপজেলার গুয়াতলী গ্রামের সন্তান দীপেশ চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
তাঁর পিতা স্বর্গীয় হেমেন্দু বিকাশ চৌধুরী ও মাতা স্বর্গীয়া সুজলা রানী চৌধুরী। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ২৮ নভেম্বর রাতে বলুয়ারদীঘি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, পঁচাত্তরের পনের আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে বিদ্রোহ করেন এবং মৌলভী সৈয়দের নেতৃত্বে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন। প্রেস বিজ্ঞপ্তি।