দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি ) বাঁশখালী উপজেলার ইউিিনট টিম লিড়ারদের দিনব্যাপী কর্মশালা উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে গত বৃস্পতিবার অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)র সহকারি পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)র উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারি কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন মোহাম্মদ ছগীর, মো. হারুন, মো. আলী হায়দার চৌধুরী, মো. রিপন, মিটু কুমার দাশসহ স্বেচ্ছাসেবকেরা। সভায় বক্তারা বলেন, প্রতিটি দুর্যোগে সিপিপি স্বেচ্ছাসেবকরা আন্তরিকতা নিয়ে যেভাবে মানুষের পাশে থাকে তা অতুলনীয়। উল্লেখ্য বাঁশখালীতে ১০টি ইউনিয়নের ৭১টি ইউনিটে ১৪২০ জন স্বেচ্ছাসেবক রয়েছে। যারা প্রতিটি দুর্যোগে মানুষের পাশে থাকে সহযোগিতার অঙ্গীকার নিয়ে ।