মুহুর্মুহু বোমা বর্ষণে মরছে
মানুষ অগণিত
বর্বতার দাবানলে পুড়ছে
মজলুৃমের ভিত,
গাজা উপত্যকা জুড়ে শুধু
আর্ত মানুষের ক্রন্দন
নির্বিচারে চলছে সেথায়
নারী ও শিশু নিধন!
বাজপাখির মতো বোমারু বিমানে
আকাশ গিয়েছে ঢেকে
মুহুর্মুহু পড়ছে বোমা
কে–বা বাঁচাবে কাকে!
নিজ ভূখণ্ডে উদ্বাস্তু মানুষ
নেই নিরাপদ ঠাঁয়
মৃত্যুর ফাঁদ পাতা সবখানে
যাবেই বা কোথায়!
গাজা এখন মৃত্যুপুরী
লাশের গন্ধে বাতাস ভারি;
আহারে, একটু জল আর রুটির জন্য
শিশুদের কী আহাজারি!
ওরাও তো মানব শিশু–
আছে বাঁচার অধিকার,
অসহায় শিশুদের জীবনে
কেনো এই দুঃখ–হাহাকার!
বিশ্ব চেয়ে আছে নির্বাক –
বিবেকবান মানুষ হতবাক!
স্বার্থের চাকায় ঘুরে বিশ্ব–রাজনীতি
ধর্ম–বর্ণ বুঝে চলে মানবতা–নীতি ;
মজলুমের উপর জালিমের নৃশংসতা,
জিঘাংসার বেদীতে বলি হয় মানবতা!
আর কতোকাল চলবে এভাবে
সহিংস আগ্রাসন!
হন্তারক নরপশুর হাতে
মানবাধিকার লঙ্ঘন?
গাজার মাটিতে শুয়ে আছে
নিষ্পাপ সব শিশুরা
স্বাধীনতার ফুল ফুটবে সেখানে
জাগবে নতুন পরম্পরা।
বিশ্বের মানচিত্রে সমুজ্জ্বল হবে একদিন
একটি নাম ফিলিস্তিন –
নিপীড়িত লাঞ্ছিত মানুষের রক্তে ধোয়া
স্বাধীন ফিলিস্তিন!