বিএনপির ডাকা অবরোধ চলাকালে গতকাল নগরে জনজীবন ছিল স্বাভাবিক। কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। অবশ্য অবরোধের সমর্থনে কয়েক জায়গায় ঝটিকা মিছিল করেছে বিএনপি। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার সকাল–সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি। জীবন বাজি রেখে হলেও শান্তিপূর্ণভাবে এ হরতাল পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল বুধবার পুলিশ নগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি সৌরভ প্রিয় পালসহ ১০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে বিএনপি। নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী আজাদীকে বলেন, অবরোধের সমর্থনে সকাল ৭টার দিকে লালখান বাজার এলাকায় মিছিল করার সময় সৌরভ প্রিয় পালসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারের পর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে সৌরভকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই চারজনসহ মোট ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন– ফিরিঙ্গীবাজার ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা এস এম ইউছুপ আলী, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা আমিন শাকিল, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা নিশাদুল হাসান বাপ্পি ও শেখ ফরিদ ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা কবির হোসেন।
এদিকে অবরোধের সমর্থনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের নেতৃত্বে দুপুরে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের নেতৃত্বে বন্দর এয়ার পোর্ট রোডে ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। সকালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান ও সিনিয়র সহ সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে নিমতলা বন্দর লিংক রোডে বন্দর থানা বিএনপির মিছিল, দুপুরে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলাযেত হোসেন, নুরুল আমীন চেয়ারম্যান, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম ও ইউছুপ চৌধুরীর নেতৃত্বে ওয়াসা মোড়, আলমাস সিনেমা এলাকায় উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেলের নেতৃত্বে লালদীঘি ও আন্দরকিল্লা এলাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল, পাহাড়তলী পুলিশ বিট রেলগেইট এলাকায় মহানগর যুবদলের সহ–সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে যুবদলের মিছিল হয়েছে। খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন পিন্টু ও লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে জিইসি মোড় গরিব উল্লাহ শাহ মাজার এলাকায়, পাহাড়তলী ডিটি রোডে মহানগর যুবদলের সহ সম্পাদক তানভীর মল্লিক ও ফখরুল ইসলাম রাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল, মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটার নেতৃত্বে নগরীর পোর্ট কানেকটিং রোডে মহিলা দলের মিছিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেল, বশিরুল ইসলাম পলাশ, এন মো. রিমন, দেলোয়ার হোসেন ও শাহরিয়ার আহমেদের নেতৃত্বে কদমতলী বায়তুশ শরফ এলাকায় মিছিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে লালখান বাজার ও ওয়াসা মোড় এলাকায় বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে কঙবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির নেতৃত্বে চট্টগ্রাম কঙবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুছার নেতৃত্বে কালামিয়া বাজার এলাকায় থানা ও পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদলের মিছিল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন সাহেদের নেতৃত্বে কাতালগঞ্জ থেকে চকবাজার অলি খাঁ মোড় এলাকায় ছাত্রদলের মিছিল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পি, মহররম আলী ও পাহাড়তলী থানা ছাত্রদলের আহ্বায়ক হাসান মো. ওয়ালিদ আবিরের নেতৃত্বে পাহাড়তলী ডিটি রোড বার কোয়াটার এলাকায় ছাত্রদলের মিছিল, অক্সিজেন কুয়াইশ রোডে বায়েজিদ থানা মহিলা দলের মিছিল অনুষ্ঠিত হয়।