এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রালের সাধারণ সভা

| বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রালের বার্ষিক সাধারন সভা ক্লাব সভাপতি এপে. সুমন চৌধুরীর সভাপতিত্বে গত ২৭ নভেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত সভাপতি ইলিয়াছ জসিম, মহিউদ্দিন শাহ আলম নিপু,জেলা গর্ভনর শেখ আখতারুজ্জামান পারভেজ এবং ক্লাবের চাটার্ড সভাপতি মো. বেলাল হোসেন। সভায় ন্যাশনাল অবজারভার ছিলেন মোমেন চৌধুরী। সভায় ক্লাবের ১১ জন বোর্ড সদস্যর রিপোর্ট এবং আগামী বর্ষের বাজেট উপস্থাপন করা হয় যা ক্লাব ডেলিগেটদের ভোটে পাশ হয়। এতে ২০২৪ বর্ষের জন্য ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ টি এম ইমরান এবং নির্বাচন কমিশনার হিসেবে জাহাঙ্গীর সৈয়দ দায়িত্ব পালন করেন। নির্বাচনে ২০২৪ সালের জন্য রিয়াজ উদ্দিন অপু সভাপতি, হিরেন্দ্র লাল মিত্র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। অন্যান্য সদস্যরা হলেন জাহাঙ্গীর হোসেন, মো. মাহমুদুল হাসান, সুমন চৌধুরী,এ এস এম মইন উদ্দিন, ইমাম হোসেন আরমান, মো.সাখাওয়াত হোসেন ভূঞা, লুৎফুর নাহার সোনিয়া, হাবিবা সুলতানা লিজু এবং ইঞ্জি. হুমায়ুন কবির চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলীতে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল ভাড়া বাসা-দোকান