সীতাকুণ্ড ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ সীতাকুণ্ডে আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেছেন, শিক্ষক এবং অভিভাবকবৃন্দের সম্মিলিত ইতিবাচক প্রচেষ্টায় গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামীর সুন্দর সমৃদ্ধ, আলোকিত দেশ গড়ার কারিগর। গতকাল মঙ্গলবার সীতাকুণ্ড ডিগ্রি কলেজের সরকারী উপবৃত্তি সংক্রান্ত অভিভাবক সমাবেশ(একাদশ শ্রেণী শিক্ষাবর্ষ ২০২৩–২০২৪) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীতাকুণ্ড ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীর কান্তি নাথের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ. ম.ম. দিলসাদ, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, উপধ্যক্ষ মোহাম্মদ মুসা, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ প্রশিক্ষক পরিষদের সম্পাদক মো. বেদারুল আলম, পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, অভিবাবক সমীর কান্তি শর্মা প্রমুখ।