চট্টগ্রাম–৬ নির্বাচনী আসনের (রাউজান) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী এমপি গতকাল উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল দুপুরে তিনি রিটার্নিং অফিসার চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের হাতে মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রামে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দিলেন।
এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনয়নপত্র জমাদানের কথা শুনে গতকাল সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী রাউজান থেকে নগরীর পাথরঘাটাস্থ ইকবাল ভিলায় এসে জড়ো হন। তারা উৎসবমুখর পরিবেশে ফজলে করিম চৌধুরীকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে মনোনয়নপত্র দাখিল শেষে পুনরায় বাসায় পৌঁছে দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সাথে ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুবলীগ নেতা সুমন দেসহ রাউজানের কয়েকজন ইউপি চেয়ারম্যান। মনোনয়ন জমা দিয়ে এবিএম ফজলে করিম চৌধুরী আদালত ভবনে উপস্থিত জনতা এবং তার সাথে আসা কর্মীদের উদ্দেশ্য করে আগামী নির্বাচনকে উৎসবমুখর করার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। এই ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি নেতাকর্মীদের যে কোন ধরনের উচ্ছৃঙ্খলা পরিহার করে নির্বাচনী আচরণবিধি মেনে আসন্ন নির্বাচনকে উৎসবে পরিণত করতে সকলের প্রতি আহ্বান জানান।