পুলিশের উপর হামলা, গুরুতর জখম, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২৮টি মামলার আসামি ও ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মো. নুরে আলম প্রকাশ নুরুকে (৩৫) ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, সিটি গেইট এলাকা থেকে সোমবার সোয়া পাঁচটার দিকে নুরুর এক সহযোগী মোঃ রাসেল (৩৫) সহ তাকে গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, গ্রেফতার নুরে আলম নুরু চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। নুরে আলমের অত্যাচার থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য ঝিল পাহাড় এলাকায় একটি পুলিশ ক্যাম্পও স্থাপন করা হয়েছিল।
গ্রেফতার দুইজন পাহাড় কাটার পাশাপাশি ইয়াবা বিভিন্ন উৎস থেকে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রির জন্য নিজেদের দখলে রেখেছিল। এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেপ্তার নুরে আলম বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গুরুতর জখম, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এছাড়াও পাহাড়কাটা, কাঠপাচারসহ বিভিন্ন অভিযোগেও আদালতে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে।