নগরীর চান্দগাঁও থানার অভিযানে মোঃ পারভেজ (২৬) এক মাদক ব্যবসায়ী ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) চান্দগাঁও থানাধীন ইস্পাহানি জেটিরোড এলাকা থেকে তাকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ।
এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির দৈনিক আজাদীকে বলেন, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হন পারভেজ। পরে তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।