চোরাই সিএনজি বিক্রি করতে গিয়ে ধরা ১

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ৩:০৮ অপরাহ্ণ

চোরাই সিএনজি অটোরিক্সা জেনেও সিএনজিটি বিক্রি করার উদ্দ্যেশে চান্দগাঁও এলাকায় অবস্থান করার অভিযোগ মোঃ আরিফ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে চুরি হওয়া একটি সিএনজিসহ চোর চক্রের এই সদস্যকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির দৈনিক আজাদীকে বলেন, গ্রেফতারকৃত আসামি সিএনজি অটোরিক্সাটি চোরাই জানা সত্ত্বেও বিক্রির জন্য বর্ণিত ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে। ধৃত আসামি মোঃ আরিফ হোসেনের বিরুদ্ধে মহানগরীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ১১শ গ্রাম গাঁজা নিয়ে গ্রেপ্তার দুই
পরবর্তী নিবন্ধনগরীর চান্দগাঁওয়ে ইয়াবাসহ আটক ১