মায়ের সাথে অভিমান, চতুর্থ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১:১৮ অপরাহ্ণ

কক্সবাজার শহরে মায়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত ৯টায় কুতুবদিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এসআই এম আকতার কামাল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কুতুবদিয়া পাড়ার মিজানুর রহমানের মেয়ে সালমা আক্তার (১২) মায়ের সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে। রাত ৯টার দিকে খাবার খাওয়ার পর সবাই ঘুমাতে যায়। সেই সুযোগে সালমা সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অকালে ঝরে পড়া শিশুটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) কাইছার হামিদ বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ১৭ বন্দির বিনিময়ে মুক্তি পেল আরও ৩৯ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ হত্যা মামলার আসামি ২৪ ঘন্টায় র‌্যাবের জালে