সর্বগ্রাসবাদের ঘূর্ণাবর্তে ডুবে যেতে থাকা আইরিশ সমাজের চিত্র তুলে ধরা উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য এ বছর বুকার পুরস্কার জিতেছেন পল লিঞ্চ। বিবিসি জানিয়েছে, প্রথমবারের মতো সম্মানজনক কোনো পুরস্কার পেলেন ৪৬ বছর বয়সী লেখক লিঞ্চ। সিরিয়া যুদ্ধ এবং শরণার্থী সঙ্কটে অনুপ্রাণিত হয়ে লেখা ‘প্রফেট সং’ উপন্যাসে উঠে এসেছে আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প। দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক নিয়মরীতির মধ্যে পরিবারটি বেড়ে উঠেছে, হারিয়ে যেতে বসা সেই ব্যবস্থায় মানিয়ে নিতে পরিবারটির কঠিন লড়াইয়ের কথা উঠে এসেছে উপন্যাসে। পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে মঞ্চে দাঁড়িয়ে পল লিঞ্চ বলেন, বুকার পুরস্কার আয়ারল্যান্ডে ফিরিয়ে নিতে পেরে তিনি আনন্দিত। খবর বিডিনিউজের।
লিমেরিকে জন্ম নেওয়া এবং বর্তমানে ডাবলিনে বসবাস করা লেখকের ভাষ্য, এমন একটি উপন্যাস লেখাটা মোটেই সহজ ছিল না। চলতি সপ্তাহে ডাবলিনে ঘটে যাওয়া দাঙ্গার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যা ঘটেছে, তাতে তিনি বিস্মিত হয়েছেন। ঘটনাকে একটি সতর্কবার্তা হিসেবে দেখা উচিত আমাদের, বলেন আইরিশ লেখক।












