যুক্তরাষ্ট্রে উত্তর–পূর্বাঞ্চলীয় ভারমন্ট অঙ্গরাজ্যে ইউনিভার্সিটি অব ভারমন্টের কাছে বারলিংটনে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে।এদের মধ্যে দুজন রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির ছাত্র এবং এক জন পেনসিলভানিয়ার হ্যাভারফোর্ড কলেজের শিক্ষার্থী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার সন্ধ্যায় পিস্তলধারী এক ব্যক্তি তিন শিক্ষার্থীকে গুলি করে। আহতের মধ্যে একজনের অবস্থা গুরুতর বাকি দুই জন স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়াহ পরা অবস্থায় আরবি ভাষায় কথা বলছিলেন ফিলিস্তিনের তিন শিক্ষার্থী। খবর বাংলানিউজের।
ফিলিস্তিনপন্থী সংস্থা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং বলেছে, গুলিবিদ্ধ তিন ফিলিস্তিনি শিক্ষার্থী কেফিয়াহ পরিহিত অবস্থায় কথা বলছিলেন। তখন সন্দেহভাজন হামলাকারী তাদের হয়রানির উদ্দেশ্যে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তিনজনকে গুলি করে পালিয়ে যান। তবে পুলিশ বলছে, হামলাকারী কোনো কথা না বলেই চারটি গুলি করেছেন।
গুলিবিদ্ধ ওই তিন শিক্ষার্থীর নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ। গুলিবিদ্ধদের দুজন মার্কিন নাগরিক এবং তৃতীয়জন যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা। গত ৭ অক্টোবর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া ইসরায়েল–ফিলিস্তিনি যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রে বেড়ে গেছে ইসলামবিরোধী ও ইহুদি বিদ্বেষের ঘটনা।