রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ইছাখালী টাইগার ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উল্কা সংঘ ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে দুইদল ভাল ক্রীড়া নৈপুণ্য দেখালেও গোলশূন্য ড্র হয়। খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য এরশাদ মাহমুদ। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, সাবেক কৃতি ফুটবলার শাহ নেওয়াজ চৌধুরী ডাবলু।
স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এমরুল করিম রাশেদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে ও সদস্য সচিক এনামুল হকের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল জব্বার, ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এবং টুর্নামেন্ট সেরা গোলরক্ষক নির্বাচিত হন বিজয়ী দলের মো. সাদ্দাম। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফিসহ ক্রীড়া নৈপুণ্যের ভিত্তিতে দুই দলের খেলোয়াড় ও টুর্নামেন্টে অংশ নেওয়া বিভন্ন দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।