‘কর দেবো গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চবি শিক্ষক সমিতির সহযোগিতায় চট্টগ্রাম কর অঞ্চল–৩ এর আয়োজনে গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়কর ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে দিনব্যাপী এ আয়কর ক্যাম্প উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক।
শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম কর অঞ্চল–৩ এর সহকারী কর কমিশনার মো.সাইফুদ্দিন খান ও তানজিনা সুলতানা, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) আমীরুল ইসলাম বাদশা এবং অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী। উপাচার্য তাঁর বক্তব্যে চবি ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য আয়কর সেবা কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম কর অঞ্চল ৩ এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একইসাথে উক্ত আয়কর ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ক্যাম্প আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীবৃন্দ উৎসবমুখর পরিবেশে রিটার্ন ফরম জমা দেয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। উপাচার্য দেশকে এগিয়ে নিতে হলে প্রদানযোগ্য সকল ব্যক্তি– প্রতিষ্ঠানকে কর পরিশোধ করে সরকারের উন্নয়ন–অগ্রগতিতে ভূমিকা রেখে প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্্ন পূরণে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।