বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিনের ইন্তেকাল

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও একাত্তরের রণাঙ্গনের সাহসী সৈনিক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. এখলাছ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল সোমবার সকাল ৯টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

গতকাল নগরীর মেহেদীবাগে সকাল ১১টায় প্রথম জানাজা ও দুপুর ২টায় সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাদে যোহর দ্বিতীয় জানাযা এবং উপজেলার বহরপুর গ্রামে বাদে আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে দিদারুল আলম এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, সাধারণ সম্পাদক এস এম আল মামুন, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সীতাকুণ্ড প্রেসক্লাব, সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রামস্থ সীতাকুণ্ড সমিতি, সীতাকুণ্ড ডায়বেটিস সমিতি, সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশন, খেলাঘর, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ, বর্ণালী ক্লাবসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধভাসানীর আদর্শই বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি দিতে পারে
পরবর্তী নিবন্ধমমতার প্রবীণ কর্মসূচির হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ