ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি রোহিঙ্গা নিহত, শিশুসহ গুলিবিদ্ধ ৩

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও শিশুসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে কুতুপালং ৩ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা ক্যাম্পের ই/১৫ ব্লকের নুর আহম্মদের ছেলে মোহাম্মদ ইউনুস (৫০)। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কঙবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, গতকাল সোমবার বিকেলে উখিয়ার কুতুপালং মধুরছড়া ৩ নং ক্যাম্পে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় নিহত মোহাম্মদ ইউনুস সন্ত্রাসীদের সামনে পড়লে সন্ত্রাসীরা তাকে মাথায় ও পিঠে গুলি করে হত্যা করে। স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ক্যাম্পের ডি/৪৮ ব্লকের নুরুল আমিনের মেয়ে নুর সেতারা () ও মো. জয়নালের ছেলে শহীদুল্লাহ (১৫)। অপর আহত রোহিঙ্গার পরিচয় পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প১৯ এর এ/৮ ব্লকে ক্যাম্পের সাবেক এক প্রধান মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা।

পূর্ববর্তী নিবন্ধশুরু হলো শিক্ষার্থীদের স্মার্ট যাত্রা
পরবর্তী নিবন্ধনির্বাচনে বাইরের থাবা, হাত এসেছে : সিইসি