দিনকয়েকের বিরতিতে সাগরে আবারো একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। আগামী শুক্রবার নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে মিগজাউম, নামটি দিয়েছে মিয়ানমার। নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে দেশে বৃষ্টি শুরু হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপ সৃষ্টি হলেও আগামী সপ্তাহে বৃষ্টির নামার আগ পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের বিদ্যমান তাপমাত্রারও খুব বেশি হেরফের হবে না। প্রায় একইরকম থাকবে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে।
গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে।